আপাতত স্বাভাবিক নিয়মে চলবে ঢাবির কার্যক্রম

আপাতত স্বাভাবিক নিয়মেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি সভাপতি অধ্যাপক আবদুল বাছির।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বঙ্গবন্ধু হলের এক শিক্ষার্থীর করোনা শনাক্ত হওয়ার খবরের পর প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি বাংলা ট্রিবিউনকে জানান।

অধ্যাপক আবদুল বাছির বলেন, করোনা পরিস্থিতির কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের ক্লাস বন্ধ করেছে। সে বিষয়গুলো নিয়ে সভায় আলোচনা হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে। হলগুলোতে এখনও ওই ধরনের কোনও সঙ্কট তৈরি হয়নি, শিক্ষার্থীরাও কিছু জানায়নি।

তিনি আরও বলেন, যদি কোনও শিক্ষার্থী অসুস্থ হয় প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের তার চিকিৎসার ব্যবস্থা করবে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।