চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ, লাঠিচার্জে ছত্রভঙ্গ

চাকরির ক্ষেত্রে বয়সসীমা বাড়ানোর দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে চাকরিপ্রত্যাশীরা।

রবিবার (১৬ জানুয়ারি) সকাল দশটার পর থেকে নীলক্ষেত মোড় অবরোধ করে রাস্তায় অবস্থান করে তারা। পরে বেলা সাড়ে বারোটার দিকে পুলিশের লাঠিচার্জের ফলে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে যায়।

সড়ক অবরোধের কর্মসূচি থেকে সরে আসার জন্য আন্দোলনকারীদের বেশ কয়েকবার পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হলেও তারা রাস্তা থেকে সরে যায়নি। সাড়ে বারোটার পর লাঠিচার্জে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।received_4747707418676102

সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা বেশ কিছু দাবি তুলে ধরেন। এ সময় তারা—চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বাড়ানো, নিয়োগ পরীক্ষায় জালিয়াতি বন্ধ, সমন্বিত নিয়োগ পরীক্ষা চালুসহ বেশকিছু দাবি তুলে ধরেন।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাইয়ুম বলেন, 'করোনা পরিস্থিতি বিবেচনায় সরকারের দেওয়া ১১ দফা বিধিনিষেধের বিষয়টি উল্লেখ করে তাদেরকে আন্দোলন প্রত্যাহার করে চলে যাওয়ার জন্য ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল। এরপর তাদেরকে আবারও সময় দেওয়া হয়। কিন্তু তারপরও তারা না যাওয়া আমরা অ্যাকশন নিতে বাধ্য হয়েছি। মূলত জনদুর্ভোগ লাঘবের জন্য আমরা ব্যবস্থা নিয়েছি।"

পুলিশের রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান সাংবাদিকদের জানান, সকাল থেকে তারা রাস্তা অবরোধ করে নীলক্ষেত মোড় আটকে রাখে। যেহেতু ওইটি একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেখান থেকে আমরা কয়েকবার তাদের সরে যাওয়ার অনুরোধ করেছি। কিন্তু তারা অবরোধ থেকে সরে আসেনি। এ কারণে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়‌। পরবর্তী সময়ে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।received_456919996093089