শাহজালাল বিশ্ববিদ্যালয়

১২টার মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে আমরণ অনশন

বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার মধ্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ স্বেচ্ছায় পদত্যাগ না করলে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের দায়ের হওয়া মামলা প্রত্যাহারের আল্টিমেটামের কোনও সুরাহা না পেয়ে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।

অনশনের ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা বলেন, মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত আমাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত মামলা প্রত্যাহার না হওয়ায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, বুধবার ১২টার মধ্যে ভিসি পদত্যাগ না করলে আমরা আমরণ অনশন করবো। পাশাপাশি, এ বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।

পাশাপাশি মামলা প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ, প্রক্টর ড. মো. আলমগীর কবীরের পদত্যাগ দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

এর আগে, মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, রাত ১০টার মধ্যে মামলা প্রত্যাহার না হলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। তবে, উপাচার্য পদত্যাগের এক দফা দাবিতে আমাদের কর্মসূচি চলবে। 

এদিকে ক্যাম্পাসে আবাসিক হলের ডাইনিং, কেন্টিন ও কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে রান্নার ব্যবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধ করে দেওয়ায় ক্যাম্পাসের মুক্তমঞ্চের পাশে রান্নার ব্যবস্থা করেছেন শিক্ষার্থীরা।