রাবিতে স্বাভাবিক ক্লাস বন্ধ চায় শিক্ষক সমিতি 


করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সশরীরের ক্লাস বন্ধ করে অনলাইনে নেওয়ার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়।

এছাড়া স্মারকলিপিতে হল-ক্যাম্পাসে অবস্থিত সব ধরনের দোকানপাটে করোনার বিধিনিষেধ কঠোরভাবে পালনের উদ্যোগ গ্রহণ, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ,  বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে করোনার চিকিৎসার সুব্যবস্থা করা, বিশেষ করে প্রয়োজনীয় সংখ্যক অক্সিজেন সিলিন্ডার নিশ্চিত করার পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, দেশে গত কিছুদিন ধরে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার হার বৃদ্ধি পাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে প্রায় চল্লিশ হাজার মানুষের সমাগম ঘটে। বিভিন্ন বিভাগে ইতোমধ্যে নতুন বর্ষের ক্লাসও শুরু হয়েছে। এর পাশাপাশি অনেক বিভাগে পরীক্ষাও চলছে। করোনা ভাইরাসের প্রকোপ আবারও বৃদ্ধি পেলেও অনেকের মধ্যে এখনও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে অনীহা লক্ষণীয়। এ অবস্থায় করোনা সংক্রমণ এড়াতে সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি।