রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে কোনও অনাবাসিক শিক্ষার্থী থাকতে পারবেন না। এ ছাড়া অনানুষ্ঠানিকভাবে হল খোলা থাকলেও শিক্ষার্থীদের আপাতত নিজ দায়িত্বেই হলে থাকা লাগবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে এসব তথ্য বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমান।
তিনি বলেন, ‘যেহেতু সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠান খোলা থাকবে, সেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়েরও সব কিছু খোলা থাকবে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার মাধ্যমে আমাদের হলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছিল। তাই সিন্ডিকেট সভার মাধ্যমেই অফিসিয়ালি হল খোলার ঘোষণা দেওয়া হবে। এর আগে শিক্ষার্থীরা চাইলে হলে থাকতে পারবে। তবে এ সময় শিক্ষার্থীদের নিজ দায়িত্বে থাকা লাগবে।’
প্রাধ্যক্ষ পরিষদের এই আহ্বায়ক আরও বলেন, ‘সব ক্ষেত্রে বৈষম্যহীনতা বাস্তবায়নের জন্য এখন হল গেটেই আবাসিকতার কার্ড চেক করে শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে দেওয়া হবে। কোনও অনাবাসিক শিক্ষার্থীকে হলে থাকতে দেওয়া হবে না। আগামী ৮ আগস্ট হল প্রাধ্যক্ষ পরিষদের একটা সভা রয়েছে। সেখানে আমরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’
উল্লেখ্য, গত ১৬ জুলাই রাতে জরুরি সিন্ডিকেট সভা ডেকে ১৭ জুলাই দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।