রাবিতে যথারীতি চলবে ক্লাস-পরীক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্বাভাবিক ক্লাস-পরীক্ষা চলবে। তবে কেউ যদি চায় অনলাইনে নিতে সে বিষয়ে বিভাগ সিদ্ধান্ত নেবে। করোনা পরিস্থিতি বিবেচনায়  বৃহস্পতিবার (২০ জানুয়ারি)  বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে অনুষ্ঠিত জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। 

সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি ও বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকরা।   

কৃষি অনুষদের ডিন আব্দুল আলীম বলেন, বৈঠকে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যথারীতি ক্লাস-পরীক্ষা চলবে। তবে কেউ অনলাইনে ক্লাস নিতে চাইলে নিজ বিভাগ ও ইনস্টিটিউট সে বিষয়ে সিদ্ধান্ত নিবে।  

প্রসঙ্গত, গত দুইদিনে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ৬৮টি নমুনা সংগ্রহ করা হয়৷ এর মধ্যে ৩৮ জনের করোনা শনাক্ত হয়। পরিস্থিতি বিবেচনায় এ জরুরি বৈঠক ডাকে  বিশ্ববিদ্যালয় প্রশাসন।