শাবি উপাচার্যের মন্তব্য অত্যন্ত অবমাননাকর ও অসম্মানজনক: জাবি শিক্ষক সমিতি

শাবির উপাচার্যের বক্তব্যে জাবি শিক্ষক সমিতির প্রতিবাদ

জাবি প্রতিনিধি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রীদের বিষয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের করা ‘আপত্তিকর’ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাবি শিক্ষক সমিতি। 

জাবি শিক্ষক সমিতির সভাপতি ড. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ মোতাহার হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে, জাবির নারী শিক্ষার্থীদের নিয়ে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের করা মন্তব্যকে অত্যন্ত অবমাননাকর ও অসম্মানজনক উল্লেখ করে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন তারা। 

জাবি শিক্ষক সমিতি আশা করে, শাবি উপাচার্য ভুল স্বীকার করে তার অশোভন মন্তব্য প্রত্যাহার করে নেবেন।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি জাবি ছাত্রীদের নিয়ে শাবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে৷ এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন জাবির শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন সমাজ। প্রতিবাদে জাবি ক্যাম্পাসে অধ্যাপক ফরিদ উদ্দিনের কুশপুতুল পোড়ান শিক্ষার্থীরা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় জাবি শিক্ষার্থীরা শাবি ভিসির মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।