কাফনের কাপড় পরে ও প্রতীকী লাশ নিয়ে শাবিপ্রবিতে মৌন মিছিল

উপাচার্যের পদত্যাগের দাবিতে কাফনের কাপড় পরিধান করে প্রতীকী প্রতিবাদ মিছিল করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় স্ট্রেচারে করে এক শিক্ষার্থীর প্রতীকী লাশ বহন করেন তারা।  

শনিবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে তারা মৌন মিছিল করেন। এর আগে, বিকাল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে জমায়েত হন শিক্ষার্থীরা।

পরে গোল চত্বর থেকে কাফনের কাপড় পরিধান করে প্রতিবাদী মৌন মিছিল বের করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

আরও পড়ুন: নানার মৃত্যুতেও অনশন ভাঙেননি শাবি শিক্ষার্থী মরিয়ম

আন্দোলনকারীদের পক্ষে শিক্ষার্থী হাসিবুর রহমান বলেন, ‘আমাদের এ কাফন পরিধান একটা প্রতীকী চিত্র মাত্র। কিন্তু কিছুক্ষণ পর এ চিত্র বাস্তবে রূপও নিতে পারে। আমাদের যারা ভাই-বোন অনশনে রয়েছেন, তাদের জন্য বিশ্ববিদ্যালয়ে এমন চিত্র হতেও পারে। অনশনে যারা আছেন, তারা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ না করা পর্যন্ত অনশন ভাঙবেন না।’

এদিকে, এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত অনশনকারী ১৬ শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া বাকি সাতজন অসুস্থ অবস্থায় অনশনস্থলে রয়েছেন। অসুস্থ তিন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

এ ছাড়া আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা সন্ধ্যা ৬টায় ক্যাম্পাসে মোমবাতি প্রজ্বলন করার ঘোষণা দিয়েছেন।