X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নানার মৃত্যুতেও অনশন ভাঙেননি শাবি শিক্ষার্থী মরিয়ম

শাবিপ্রবি প্রতিনিধি 
২২ জানুয়ারি ২০২২, ১১:৩৮আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১১:৪৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশন করছেন ২৪ শিক্ষার্থী। ইতোমধ্যে ১২ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তাদের একজন মরিয়ম রুবি, যিনি নানার মৃত্যুর খবরেও অনশন ভাঙেননি।

শনিবার (২২ জানুয়ারি) সকালে মরিয়মের এক সহপাঠী জানান, সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন তিনি। অবস্থা গুরুতর। এদিকে নানার মৃত্যুর সংবাদ শুনে মরিয়ম আরও ভেঙে পড়েছেন। তারপরও অনশন ভাঙেননি। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অনশন করে যাবেন বলে জানিয়েছেন মরিয়ম।

শিক্ষার্থীদের অনশনের প্রায় ৭০ ঘণ্টা পেরিয়ে গেলেও পদত্যাগ করেননি উপাচার্য  অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। অনশনরত সব শিক্ষার্থীই অসুস্থ হয়ে পড়েছেন। ইতোমধ্যে ১৪ জনকে সিলেটের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে দুই শিক্ষার্থী চিকিৎসা নিয়ে আবারও অনশনস্থলে এসে যোগ দিয়েছেন। 

 অনশনরত ১৪ শিক্ষার্থীকে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন

ঘটনাস্থলে দায়িত্বরত চিকিৎসক মো. মোস্তাকিম জানান, এখানে ১২ শিক্ষার্থী অনশনে আছেন। তাদের মধ্যে কারও গ্লুকোজ লেবেল কমে গেছে। কারও ব্লাড প্রেশার কমে গেছে। আমরা তাদের স্যালাইন দিয়েছি। যারা গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন তাদের মেডিক্যালে পাঠানো হচ্ছে।

তিনি আরও জানান, এমএজি ওসমানী মেডিক্যাল ছাত্রলীগের পক্ষ থেকে এসেছি। ১৫ জন চিকিৎসক তাদের সার্বক্ষণিক চিকিৎসা দিয়ে যাচ্ছি।

মেডিক্যালে ভর্তি অনশনরত শিক্ষার্থী জান্নাতুল নাঈম নিশাত বলেন, যতদিন উপাচার্য পদত্যাগ না করবেন, ততদিন অনশন করে যাবো। কেউ মনে করবেন না মেডিক্যালে এসে অনশন ভঙ্গ করেছি। 

অনশনে অসুস্থ শিক্ষার্থী শাহরিয়ার আবেদিন বলেন, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আট জন। যত কষ্টই হোক, যত ত্যাগই স্বীকার করতে হোক, এই নির্লজ্জ ও বেহায়া ভিসির পদত্যাগের আগপর্যন্ত আমরা অনশন করে যাবো।

উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত পদত্যাগ করবেন না শিক্ষার্থীরা

এদিকে শাবিপ্রবির বর্তমান পরিস্থিতি নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আলোচনা করতে ঢাকায় এসেছেন পাঁচ শিক্ষকের একটি প্রতিনিধি দল। শুক্রবার রাতে শাবিপ্রবির শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষামন্ত্রীর আহ্বানে সাড়া দিলেও ঢাকায় গিয়ে আলোচনায় বসা সম্ভব না বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অনশনরত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ায় তারা ঢাকায় আসতে পারবেন না বলে জানান।

এর আগে, শুক্রবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ফোনে কথা বলে আলোচনায় বসার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। এতে সম্মতিও জানিয়েছেন আন্দোলনরতরা। তবে ভার্চুয়ালি কিংবা সরাসরি শিক্ষামন্ত্রীর ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন—

ঢাকায় যাবেন না আন্দোলনকারীরা, শিক্ষামন্ত্রীকে বিকল্প প্রস্তাব

‘যেকোনও উপায়ে আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি বসতে চান শিক্ষামন্ত্রী’

শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে ঢাকায় শাবির ৫ শিক্ষক

/এসএইচ/
সম্পর্কিত
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বাসের ধাক্কায় চুয়েটের ২ শিক্ষার্থী নিহত, সহপাঠীদের আলটিমেটাম
ভ্যাপসা গরমে জীবন চরমে ঢাবির গণরুমের শিক্ষার্থীদের
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা