শাবি উপাচার্যের মন্তব্যের প্রতিবাদে জাবি ছাত্রীদের মশাল মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নারী শিক্ষার্থীদের নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগরের নারী শিক্ষার্থীরা। 

শনিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে একটি মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া ফেরদৌস বলেন, নব্বই দশকে সর্বপ্রথম আমাদের বিশ্ববিদ্যালয়ের মেয়েরাই বলেছিল আমার বোন ধর্ষিত মানেই আমি ধর্ষিত। সেখানে শাবির ভিসি বলেছে, জাহাঙ্গীরনগরের মেয়েদের চরিত্র খারাপ। আমাদের নাকি বিয়ে হবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাবি ভিসির পদত্যাগ চায়। বিশ্ববিদ্যালয় প্রগতিশীলতা চর্চার জায়গা যেখানে মেয়েদের সমান অধিকার দেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি বলেন, শাবির ভিসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা খুবই কুরুচিপূর্ণ। এমন বক্তব্য যখন কোনও ভিসি দেন, অবশ্যই তিনি দেশের প্রতিটি নারীর জন্য হুমকি স্বরূপ। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিয়ের জন্য আসিনি। বিশ্ববিদ্যালয় জ্ঞান অর্জনের জায়গা, মননশীলতার জায়গা, উচ্চ শিক্ষা গ্রহণের জায়গা। নিজেদের বিয়ের উপযোগী করে গড়ে তোলায় জায়গা নয়। 

এর আগে, শাবি উপাচার্যের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বরে ছবি প্রদর্শনী ও পরে শহীদ মিনারে প্রতীকী অনশন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।