ইবিতে অপেক্ষমাণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে প্রথম অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের সাক্ষাৎকার শুরু হয়।

জানা গেছে, প্রথম অপেক্ষমাণ তালিকায় ‘এ’ ইউনিটে ৮৬২ জন, ‘বি’ ইউনিটে ৪৭৪ জন এবং ‘সি’ ইউনিটে ৩৬১ জন ভর্তিচ্ছু স্থান পেয়েছেন। এর আগে গত ১১ জানুয়ারি প্রথম মেধাতালিকার ভর্তি সম্পন্ন হয়।

ভর্তি শেষে দুই হাজার ৯৫টি আসনের মধ্যে খালি ছিল এক হাজার ৭৪৫টি। প্রথম অপেক্ষমাণ মেধাতালিকার ভর্তি শেষে আসন খালি থাকা সাপেক্ষে আগামী ২ ফেব্রুয়ারি দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।