শাবি শিক্ষককে ফেনসিডিল দিতে গিয়ে নিরাপত্তাকর্মী আটক

ফেনসিডিল হাতে জাহিদুর রহমানসহ (৩৩) দুই যুবককে আটক করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে ফেনসিডিল নিয়ে উপাচার্যের বাসভবনের দিকে যাওয়ার সময় জাহিদকে ধরা হয়।

এরপর জাহিদ নিজেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের পাশের গেস্ট হাউসের নিরাপত্তাকর্মী হিসেবে পরিচয় দেন।

আটক জাহিদ দাবি করেন, ‘ব্যবসা প্রশাসন বিভাগের এক শিক্ষক আমাকে বলেন, এক লোক একটি ওষুধ দেবেন তা এনে দিতে। ওই শিক্ষকের কথামতো, আমি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের কাছ থেকে ওই লোকের দেওয়া ওষুধ নিয়ে আসি। এটি ফেনসিডিল কি-না তা আমি জানতাম না।’

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী জানান, আন্দোলনকারী শিক্ষার্থীরা নিরাপত্তারক্ষী জাহিদ নামের এক যুবকসহ দুই জনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে গেছে।

কী অভিযোগে তাদের আটক করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা বলছে ওষুধের বাক্সে করে ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় তাকে তারা তল্লাশি করে। আটকের পর জাহিদ এক শিক্ষকের নাম প্রকাশ করলেও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এমনকি উদ্ধার বোতলটি ফেনসিডিল কি-না তা পরীক্ষা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’