চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুট লম্বা কিং কোবরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে ১২ ফুট লম্বা একটি কিং কোবরা সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরনো মেডিক্যাল আবাসিক এলাকা থেকে উদ্ধার করা হয় প্রাণঘাতী এই সাপ।

দুপুরে নিরাপত্তা কর্মীদের কাছে খবর পেয়ে সাপটি উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ও ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলাম। পরে গহীন জঙ্গলে অবমুক্ত করা হয় সাপটিকে।’

রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওখানকার একজন বাসিন্দা নিরাপত্তাকর্মীদের জানালে তারা আমাদের জানান। পরে সহকারী প্রক্টর আব্দুল ওয়াহেদ চৌধুরী পিলু স্যারের নেতৃত্বে সাপটিকে উদ্ধার করি।’

তিনি বলেন, ‘সাপটি ১০-১২ ফুট লম্বা, ওজন চার থেকে পাঁচ কেজি। মোটামুটি সক্রিয়। তবে এই সাপ বিষধর হলেও মানুষকে কামড়ানোর প্রবণতা খুবই কম। মানুষ এর সংস্পর্শে না গেলে কামড়ানোর রেকর্ড নেই বললেই চলে।’