রাবি পরীক্ষার প্রশ্ন ফেসবুকে ফাঁস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের মাস্টার্স-২০২০ এর চলমান পরীক্ষার একটি কোর্সের (এফএমএমসি-৬৪১) প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্টোরিতে এই প্রশ্নপত্র শেয়ার করেছেন ওই বিভাগের শিক্ষক ইসতিয়াক হোসাইন। এ ঘটনায় পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।

পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিভাগের সভাপতি অধ্যাপক মনজুরুল আলম বলেন, ‘এ বিষয়ে পরীক্ষা কমিটির চেয়ারম্যান যা করার করবে। তবে পরীক্ষা প্রশ্নপত্র শিক্ষকের ফোনে নেওয়াটা উচিত নয়। এটি নৈতিকতা বহির্ভূত।’

প্রশ্নফাঁসের বিষয়ে জানতে অধ্যাপক ইসতিয়াক হোসেনকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে পরীক্ষা কমিটির সভাপতি মুস্তাফিজুর রহমান মন্ডল বলেন, ‘বিষয়টি নিয়ে আমি তার সঙ্গে কথা বলেছি। বিষয়টি অনিচ্ছাকৃতভাবে হয়েছে বলে তিনি জানিয়েছেন। এ ঘটনায় আমরা সেই প্রশ্নপত্র বাতিল করে পরীক্ষা স্থগিত করেছি।’

প্রশ্নপত্র মোবাইলে সংরক্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পরীক্ষার বিষয়গুলো খুবই স্পর্শকাতর। পরীক্ষা সংশ্লিষ্ট বিষয়ে গোপনীয়তা রক্ষা করা পরীক্ষা কমিটির দায়িত্ব। তিনি এটা লঙ্ঘন করেছেন। এটা অবশ্যই একটি অপরাধ।’

এ শিক্ষক বলেন, ‘২৭ ফেব্রুয়ারি ওই পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষা কমিটির সদস্যরা জরুরি সভা করে প্রশ্নপত্রটি বাতিল করেছি। আপাতত ওই পরীক্ষা স্থগিত। এরই মধ্যে নতুন করে প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেওয়া হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসেন সরকার বলেন, ‘এ বিষয়ে বিভাগ থেকে অফিসিয়ালি আমাদেরকে জানানো হয়নি। সেখান থেকে জানানো হলে আমরা ব্যবস্থা নেবো।’