চবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সাইফুল-রায়হান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে দৈনিক পূর্বকোণের প্রতিনিধি রায়হান উদ্দিন নির্বাচিত হয়েছেন।

রবিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রক্টরের কার্যালয়ে ভোটগ্রহণ হয়। একই দিন ভোট গণনা শেষে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

সাতটি পদের মধ্যে চারটিতে ভোট গ্রহণ হয়। বাকি তিনটিতে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা।

সহ-সভাপতি পদে জয় পেয়েছেন দৈনিক সময়ের আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আহমাদ সালমান সাকিব। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন দৈনিক ইত্তেফাক ও ডিবিসির প্রতিনিধি মাহবুব এ রহমান।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- অর্থ, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ঢাকা পোস্টের প্রতিনিধি রুমান হাফিজ, প্রচার, প্রকাশনা ও দফতর সম্পাদক পদে দৈনিক আজাদীর প্রতিনিধি ইমাম ইমু এবং কার্যনির্বাহী সদস্য পদে বাংলানিউজের প্রতিনিধি মোহাম্মদ আজহার।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম ও এস এ এম জিয়াউল ইসলাম। পর্যবেক্ষক হিসেবে ছিলেন চবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি হুমায়ুন মাসুদ।