বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে মশাল মিছিল

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে মশাল মিছিল করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে প্রবেশ করে। এরপর একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভসহ অন্যান্যরা।

তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে একজন শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হবেন, তা কোনোভাবেই মানা যায় না। শুধু বিশ্ববিদ্যালয় নয়, গোটা দেশের কোনও স্থানকে আমরা নারীর জন্য নিরাপদ বানাতে পারিনি। এটি জাতির জন্য লজ্জার। নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে পারিনি আমরা। নারীকে হেয় করার মধ্য দিয়ে এই সমাজ নিজেকে খাটো করছে প্রতিনিয়ত। নারীর প্রতি এই নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে না পারলে শুধু ফাঁসি দিয়ে ধর্ষণ বন্ধ করা সম্ভব নয়, ধর্ষণ প্রতিরোধে দরকার সর্বাত্মক সামাজিক আন্দোলন।

জানা গেছে, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ২৫ মিনিটে গোপালগঞ্জ জেলা স্কুলের নির্মাণাধীন ভবনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী তার বন্ধুর সঙ্গে গোপালগঞ্জ সদরের নবীনবাগ হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের অটোতে তুলে নেওয়া হয়। পরে ৭/৮ জন মিলে তাদের গোপালগঞ্জ জেলা স্কুলের নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে বন্ধুকে মারধর করে ওই শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।