জবির ছাত্রী হলে একসঙ্গে উঠছেন ১২০০ শিক্ষার্থী  



দীর্ঘ প্রতীক্ষার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে আসন বরাদ্দ হয়েছে। নতুন এই হলে একসঙ্গে ১২০০ শিক্ষার্থী আসন বরাদ্দ পেয়েছেন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (jnu.ac.bd) বরাদ্দকৃত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়। ১৭ মার্চ থেকে ছাত্রীরা হলে উঠতে পারবেন বলে জানিয়েছেন হল প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম।

তিনি বলেন, ‘আমরা আজ ১২০০ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেছি। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে বরাদ্দ পাওয়া শিক্ষার্থীরা হলে উঠবেন।’ 

প্রসঙ্গত, ২০২০ সালের অক্টোবরে বিশ্ববিদ্যালয় দিবসে এ হলের উদ্বোধন করা হয়। ১৬ তলাবিশিষ্ট হলটিতে ছাত্রীদের জন্য মোট ১৫৬টি কক্ষ, একটি পাঠাগার, একটি ক্যান্টিন, একটি ডাইনিং, প্রতি তলায় সাতটি করে শৌচাগার, ৯টি গোসলখানা ও চারটি লিফট রয়েছে।