ইউল্যাব ক্যাম্পাসে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ১৭ মার্চ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ক্যাম্পাসে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দোয়েল স্কুলের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। শিশুরা তাদের রঙ ও তুলিতে দেশপ্রেমকে উপজীব্য করে দারুন সব চিত্র তুলে আনে।

ইউল্যাবের ক্যাম্পাস প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার লে. কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.), পরিচালক, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন তারেকুল ইসলাম, ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উপদেষ্টা সেলিমা কাদের চৌধুরি, ইউল্যাব আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের উপদেষ্টা মুহাম্মদ আমিনুজ্জামান প্রমুখ।

ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব, ১৯৭১ হিস্টোরি ক্লাব, ইউল্যাব আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব এ অনুষ্ঠানের সহ-আয়োজক ছিল।