বিএনপি-জামায়াত যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে: রেলমন্ত্রী

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘বিএনপি-জামায়াত রেলখাতে উন্নয়ন করেনি, বরং পুরো যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা রেলে নতুন বিনিয়োগ না করে উল্টো অনেক রেলপথ উঠিয়ে দিয়েছে।’

মঙ্গলবার (২২ মার্চ) বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন গরিব-দুঃখী ও মেহনতি মানুষের বন্ধু। সবসময়ই দাঁড়িয়েছিলেন নিপীড়িত মানুষের জন্য। এ দেশের অসহায় গরিব মানুষ থেকে বঙ্গবন্ধুকে আলাদা করে ভাবা যায় না।’

তিনি আরও বলেন, ‘ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা ব্যতীত দেশের টেকসই উন্নয়ন হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টায় যোগাযোগ ব্যবস্থা এগিয়ে যাচ্ছে। সৃষ্টি হয়েছে নতুন রেলপথ। আমরা সমস্ত রেল ব্যবস্থাকে ব্রডগেজে রূপান্তর করছি। ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন চালু ও খুলনা-মোংলা রেলপথ উদ্বোধন করবো।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদারসহ প্রমুখ।