জাবিতে ২৪ এপ্রিল ছুটি শুরু

রমজান, মে দিবস, ঈদুল ফিতর, গ্রীষ্মকালীন ও বৌদ্ধ পূর্ণিমার ছুটি মিলিয়ে ২৪ এপ্রিল থেকে বন্ধ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

মঙ্গলবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এক বিশেষ সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে নিশ্চিত করেছেন ভিসির রুটিন দায়িত্বে থাকা উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম।

বাংলা ট্রিবিউনকে অধ্যাপক নুরুল আলম বলেন, ‘শিক্ষার্থীদের করোনার ক্ষতি পুষিয়ে নেওয়ার কথা বিবেচনা করে ২৩ তারিখ পর্যন্ত ক্লাস-পরীক্ষা চলমান থাকবে। এবার ২৪ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত মোট ২২ দিন বিশ্ববিদ্যালয়ের শ্রেণি ও পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।’

উল্লেখ্য, ভিসির রুটিন দায়িত্ব পাওয়ার পর এটিই ছিল অধ্যাপক নূরুল আলমের প্রথম সিন্ডিকেট সভা।