শাটল ট্রেন থেকে ছাত্রীর ফোন ছিনিয়ে নিলো ছিনতাইকারী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ছাত্রী। চলন্ত ট্রেনে উঠে মোবাইলফোন ছিনিয়ে নিয়ে নেমে গেছে এক ছিনতাইকারী। অন্যদিকে ফোন উদ্ধারে ট্রেন থেকে লাফ দিয়ে আহত হয়েছেন ভুক্তভোগী ছাত্রী। রবিবার (২৪ এপ্রিল) এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী নন্দিতা দাশ বিকালে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী।

নন্দিতা বলেন, ‘পরীক্ষা থাকায় আমি ট্রেনে বসে মোবাইলফোনে পড়ছিলাম। কদমতলী রেলক্রসিংয়ের এখানে একজন চলন্ত ট্রেনে উঠে। হঠাৎ সে আমার ফোন টান দিয়ে নেমে যায়। তাৎক্ষণিক ছিনতাইকারীকে ধরতে আমি নিজেও চলন্ত ট্রেন থেকে লাফ দিই। তবে তাকে ধরতে পারিনি।’

তিনি বলেন, ‘লাফ দেওয়ায় আমি মাথায় ও হাতে আঘাত পাই। তবে পরীক্ষা থাকায় বাসে করে ক্যাম্পাসে চলে যাই। এ বিষয়ে আমি থানায় অভিযোগ করবো।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেয়েটা এখনও আমাদের কাছে অভিযোগ দেয়নি। তবে আমরা রেলওয়ে ও ফাঁড়ির সঙ্গে যোগাযোগ করেছি। ঈদ বা উৎসব এলে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যায়। রেলওয়েকে নিরাপত্তা বাড়াতে তাগিদ দিয়েছি।’