সহকারী জজ নিয়োগ পরীক্ষায় ইবির ৭ শিক্ষার্থীর সাফল্য

সহকারী জজ নিয়োগ পরীক্ষায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের সাত শিক্ষার্থী উত্তীর্ণ ও সুপারিশপ্রাপ্ত হয়েছেন। ১৪তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) নিয়োগ পরীক্ষার মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা। এ বছর এই নিয়োগ পরীক্ষায় সারা দেশে মোট ১০২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। তাদের সাফল্যে খুশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

উত্তীর্ণরা হলেন- ২০০৭-০৮ শিক্ষাবর্ষের আয়াজ আজাদ, ২০১০-১১ শিক্ষাবর্ষের জান্নাতুল আরা ববি, স্বপ্না মুস্তারিন ও সোহেল রানা, ২০১১-১২ শিক্ষাবর্ষের শফিউল্লাহ লিখন, ২০১২-১৩ শিক্ষাবর্ষের লাবণী আকতার এবং ২০১৪-১৫ শিক্ষাবর্ষের জান্নাতুল নাঈম অনন্যা।

জান্নাতুল নাঈম বলেন, ‘এত দ্রুত সফলতা পাবো ভাবিনি। আমার এ সফলতার পেছনে পরিবার ও অন্য যাদের সহযোগিতা ছিল তাদের প্রতি কৃতজ্ঞতা।’

সোহেল রানা বলেন, ‘পরিবারের আর্থিক সঙ্গতি খুব একটা ভালো না হলেও চেষ্টা চালিয়ে গেছি। এর মাঝে অনেক প্রতিকূলতার মুখোমুখি হয়েছি। সবকিছুর পর সৃষ্টিকর্তা সফলতার মুখ দেখিয়েছেন।’