ক্রিকেট খেলায় মারামারি, ইবি শিক্ষার্থীকে বহিষ্কার

ক্রিকেটে খেলায় মারামারির ঘটনায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মামুন অর রশিদকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এই ঘটনায় ওই ছাত্রকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল। তবে জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। 

এই ঘটনায় উপাচার্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিতে ফাইন আর্টস বিভাগের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমানকে আহ্বায়ক, সহকারী প্রক্টর ড. মুর্শিদ আলমকে সদস্য সচিব ও সাদ্দাম হেসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামানকে সদস্য করা হয়েছে। তাদেরকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ মুজিববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে মাঠে নামে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইন্জিনিয়ারিং ও ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ। এই খেলাকে কেন্দ্র করে দুই দফায় মারামারির ঘটনা ঘটে। এতে শিহাব নামে এক শিক্ষার্থী গুরুত্বর আহত হন।