জাবি অধ্যাপক আলী আজমকে দুই দায়িত্ব থেকে অব্যাহতি 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক আলী আজম তালুকদারকে দুই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে সিন্ডিকেটের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, শুরু থেকেই অধ্যাপক আলী আজমের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-পরিবহন অফিসের গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার, করোনাকালে হলের মধ্যে ছাগল পালন, পরিবহন অফিসের ড্রাইভার নিয়োগে অনিয়ম, হলে শিক্ষার্থীদের সঙ্গে স্বেচ্ছাচারিতা, প্রভোস্টের বাসভবনের সীমানা প্রাচীর নির্মাণ না করে অর্থ উত্তোলন ও নিয়ম না মেনে গাছ কর্তন। এসব কারণে ন্ডিকেটে তাকে দুটি দায়িত্ব থেকেই অব্যহতি দেওয়া হয়েছে।

শূন্য দুটি পদে নিয়োগের ব্যাপারে তিনি বলেন, ‌‘এটি উপাচার্য মহোদয় নিয়োগ দিয়ে হয়তো পরবর্তী সময়ে সিন্ডিকেটে রিপোর্ট করবেন।’

এ বিষয়ে অধ্যাপক আলী আজম তালুকদার বলেন, ‘আমি এখনও বিষয়টি সম্পর্কে জানি না। আগে জেনে পরে মন্তব্য করবো।’

অধ্যাপক আজম বিশ্বিবদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক। সম্প্রতি তার বিরুদ্ধে পরিবহন অফিসের করোনা সুরক্ষা সামগ্রী না কিনেই অর্থ উত্তোলনের অভিযোগ ওঠে। এছাড়া করোনাকালীন আবাসিক হলে ছাগল পালনের কারণে তিনি বহুল আলোচিত ছিলেন।

এদিকে শিক্ষা ছুটিতে যাওয়ার কারণে দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক বশির আহমেদ। সিন্ডিকেট সভায় তার স্থলে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক হোসনে আরাকে হল প্রাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।