জাবিতে ক্লাস-পরীক্ষা শুরু মঙ্গলবার, হলে ফিরছেন শিক্ষার্থীরা 

রমজান, ঈদুল ফিতর, গ্রীষ্মকালীন অবকাশ ও বৌদ্ধ পূর্ণিমার ছুটি শেষে মঙ্গলবার (১৭ মে) থেকে খুলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ক্লাস-পরীক্ষা শুরু হবে। ইতোমধ্যে ছুটি শেষ হওয়ায় বিভিন্ন আবাসিক হলে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। 

এর আগে, গত ২৪ এপ্রিল থেকে জাবিতে টানা ২২ দিনের ছুটি শুরু হয়। তবে ১২ মে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের অফিস সমূহের ছুটি এক দিন কমিয়ে ১৬ তারিখ পর্যন্ত করা হয়। তাই মঙ্গলবার থেকে ক্লাস শুরু হলেও অফিসসমূহ সোমবার (১৬ মে) থেকেই খুলছে।

এদিকে ছুটি শেষে নিজ নিজ হলে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখরিত হতে শুরু করেছে জাবি ক্যাম্পাস। তবে বিভিন্ন আবাসিক হলের ডাইনিং ও ক্যান্টিন খোলা না থাকায় শিক্ষার্থীদের খাবার নিয়ে সমস্যা পোহাতে হয়েছে। 

জাবির নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘জানুয়ারিতে বিশ্ববিদ্যালয় খোলার পর ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলাম। পরিবারের সঙ্গে অনেক ভালো সময় কেটেছে। খোলার দুইদিন পর থেকে সেমিস্টার ফাইনাল। তাই বাড়ি থেকে ফিরতে হয়েছে। ক্যাম্পাসে ফিরে বন্ধু-বান্ধবদের একসঙ্গে দেখে ভালো লাগছে।’

ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাফিউজ্জামান শাহিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় খুললেই ক্লাস, ল্যাব শুরু। সামনে পরীক্ষাও, তাই এবার কয়েকদিন আগেই ফিরেছি। সব মিলিয়ে ভালোই লাগছে। তবে হলের ডাইনিং ও ক্যান্টিন খোলা না থাকায় এতদিন বটতলায় খাবার খেতে হয়েছে।’