রাবিতে ২৪ ঘণ্টায় সাড়ে ৪১ হাজার আবেদন 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ সেশনের স্নাতক পর্যায়ে ভর্তি আবেদন শুরু হয়েছে। বুধবার (২৫ মে) দুপুর ১২টা থেকে শুরুর পর ২৪ ঘণ্টায় সাড়ে ৪১ হাজার ভর্তিচ্ছু প্রাথমিক আবেদন করেন। বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

অধ্যাপক বাবুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় তিনটি ইউনিটে সর্বমোট ৪১ হাজার ৭৪১টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে আবদেন জমা পড়েছে ১৩ হাজার ৫১৮টি, ‘বি’ ইউনিটে ১২ হাজার ৬৭টি এবং ‘সি’ ইউনিটে ১৬ হাজার ১৫৬টি আবেদন জমা পড়েছে। 

তিনি আরও জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ৯ জুন রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রাথমিকভাবে আবেদনকারীদের এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে ৭২ হাজার ভর্তিচ্ছু চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত হবেন।