নজরুলের সাম্যবাদ অনুপস্থিত, তাই মানুষে মানুষে যুদ্ধ: বাংলা একাডেমির মহাপরিচালক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদ সমাজে অনুপস্থিত থাকায় মানুষে মানুষে যুদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। বৃহস্পতিবার (২৬ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কবি নজরুলের ১২৩তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। চবি নজরুল গবেষণা কেন্দ্রের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের মুখ্য আলোচক কবি নূরুল হুদা বলেন, ‘আজ আমরা দেখছি সম্প্রদায়ে সম্প্রদায়ে, মানুষে মানুষে যুদ্ধ হচ্ছে। কিন্তু আমরা কোনও সমাধান পাচ্ছি না। কারণ নজরুল যে সাম্যবাদের কথা বলেছেন, তা আজ অনুপস্থিত। নজরুলের সেই সাম্যবাদী দর্শনের প্রয়োগ না থাকায় এত হানাহানি।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, কাজী নজরুল ইসলাম দ্রোহ ও মানবতার কবি। আমরা সবাই তার বিষয়ে জানি, তবে সেটা পূর্ণাঙ্গ নয়। তিনি তার জীবনীগ্রন্থ লিখে যাননি। ফলে নজরুল এখনও অনাবিষ্কৃত। নতুন প্রজন্মকে তাকে আবিষ্কারের দায়িত্ব নিতে হবে।

নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। আলোচনা আরও অংশ নেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী। এ সময় খ্যাতিমান শাস্ত্রীয় ও নজরুল সংগীতশিল্পী ড. প্রিয়াংকা গোপ সংগীত পরিবেশন করেন।