রাবি কেন্দ্রে ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষায় অনুপস্থিত ২৭ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আঞ্চলিক কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩ জুন) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাকাডেমিক ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯৯ শতাংশ।

ঢাবির ‌‘গ’ ইউনিটের রাবি কেন্দ্রের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ফরিদুল ইসলাম জানান, ‘আমাদের এখানে পরীক্ষার্থী ছিল এক হাজার ৮৬১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করছেন এক হাজার ৮৩৪ জন। অনুপস্থিত ২৭ জন।

এদিকে পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এ সময় তার সঙ্গে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো.জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল ইসলাম, ছাত্র উপদেষ্টা তারেক নূর উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রবিবার (৪ জুন) ঢাবির ‘খ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে রাবি কেন্দ্রে সাত হাজার ২১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করা কথা রয়েছে। এছাড়া আগামী ১০ ও ১১ জুন যথাক্রমে ‘ক’ ও ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।