ঢাবির ‘ঘ-ইউনিট’র ভর্তি পরীক্ষা শুরু, প্রতি আসনে লড়ছেন ৫৮ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'ঘ-ইউনিট'-এর ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (১১ জুন) সকাল ১১টা থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১২টা পর্যন্ত।  

এবার এই ইউনিটে ১ হাজার ৩৩৬ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৭৮ হাজার ৭১ জন। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়াই করছেন ৫৮ দশমিক ৩৪ জন (প্রায়)।

পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে ঢাকাসহ মোট আটটি বিভাগীয় শহরে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকার বাইরের কেন্দ্রগুলো হলো— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), বরিশাল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর)।

এর মধ্যে বরিশালে ১ হাজার ৪৬৩ জন, চট্টগ্রামে ৬ হাজার ২৭৫ জন, ঢাকায় ৪৯ হাজার ৫৪৮ জন, খুলনায় ৪ হাজার ৪০১ জন, ময়মনসিংহে ৪ হাজার ১১৮ জন, রাজশাহীতে ৬ হাজার ১২৮ জন, রংপুরে ৪ হাজার ৯৩৪ জন ও সিলেটে ১ হাজার ১৬৬ জন শিক্ষার্থীর আসন পড়েছে। 

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস থেকে পাওয়া তথ্যমতে, ঢাবির ভর্তি পরীক্ষায় অংশ নিতে চূড়ান্তভাবে আবেদন সম্পন্ন  করেছেন প্রায় ২ লাখ ৯০ হাজার ৪৮৭ জন শিক্ষার্থী। আসন সংখ্যা ৬ হাজার ৩৫টি। প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৯ জন। ‘ক’ ইউনিটের ১ হাজার ৮৫১ আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ১৫ হাজার ৬৮৫ জন।

‘খ’ ইউনিটের ১ হাজার ৭৮৮ আসনের বিপরীতে ৫৮ হাজার ৫৬৮ জন, ‘গ’ ইউনিটে ৯৩০ আসনের বিপরীতে ৩০ হাজার ৭১৯ জন, ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৩৩৬ আসনের বিপরীতে ৭৮ হাজার ৭১ জন এবং ‘চ’ ইউনিটে ১৩০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৭ হাজার ৪৪৪ জন।