মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি: কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

মহানবী হজরত মোহাম্মদ (সাঃ) ও তাঁর পরিবারকে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কিছু নেতার অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা। শনিবার (১১ জুন) বেলা ১১টায় শিক্ষার্থীরা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। এরপর মিছিলটি লক্ষীবাজার, ভিক্টোরিয়া পার্ক, রায়সাহেব বাজার, তাঁতীবাজার হয়ে কলেজের প্রধান ফটকের সামনে শেষ হয়।

শিক্ষার্থীরা মহানবীকে (সা.) অবমাননার প্রতিবাদে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানান। এছাড়াও নুপুর শর্মা ও নাভিন কুমার জিন্দালের বাংলাদেশ সফর বাতিলের দাবিও জানান।

শিক্ষার্থীরা বলেন, মহানবীকে (সা.) নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিজেপির দুই নেতা বিশ্বের প্রায় দুইশ’ কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। তাদের এই কর্মকাণ্ডে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে। অবিলম্বে তাদের শাস্তির আওতায় আনা এখন পুরো মুসলিম বিশ্বের দাবি।