X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

উপাধ্যক্ষের পুনর্বহালের দাবিতে কবি নজরুল কলেজে বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ অক্টোবর ২০২৪, ১৪:১৮আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৪:১৮

কবি নজরুল সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ছালেহ আহম্মদ ফকিরের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন কলেজের শিক্ষার্থীরা। বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এই মিছিল অনুষ্ঠিত হয়।

জানা যায়, শিক্ষা অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে অধ্যাপক ছালেহ আহম্মদ ফকিরকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তারই প্রতিবাদে শিক্ষার্থীরা আজ বিক্ষোভ করেন।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যখন কবি নজরুল কলেজের সাবেক অধ্যক্ষ আমেনা বেগম শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন না জানিয়ে উল্টো ছাত্রলীগের নেতাকর্মীদের সহযোগিতা করেছে, সেখানে উপাধ্যক্ষ অধ্যাপক ছালেহ আহম্মদ স্যার বিভিন্ন কায়দায় সাধারণ শিক্ষার্থীদের সাহায্য করেছেন। শিক্ষার্থীদের আন্দোলনকে তিনি সমর্থন জানিয়েছে। এছাড়াও আন্দোলনে নিহত এবং আহত শিক্ষার্থীদের তিনি নিজে বাড়ি বাড়ি গিয়ে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

দুর্দিনে যিনি সাধারণ শিক্ষার্থীদের উপকার করেছেন, তার প্রতিদান কখনও তিরস্কার হতে পারে না উল্লেখ করে শিক্ষার্থীরা আরও বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের এমন হটকারী সিদ্ধান্তকে ধিক্কার জানাই। আমরা কবি নজরুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা চাই, তিনি যেন কবি নজরুল কলেজের উপাধ্যক্ষ হিসেবে বহাল থাকেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ও কবি নজরুল কলেজের সমন্বয়ক মেহেদী হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ছালেহ আহম্মদ স্যার একজন আদর্শবান শিক্ষক। শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবিকে তিনি সর্বদা সমর্থন জানিয়েছেন। আমরা এই কলেজেই স্যারের পুনর্বহাল চাই।

এই শিক্ষার্থী আরও বলেন, আমাদের এখানে নতুন যে উপাধ্যক্ষকে পদায়ন করা হয়েছে তার বাড়ি গোপালগঞ্জ। আমরা চাই না কোনও ফ্যাসিস্টেরর দোসর এই ক্যাম্পাসে আসুক। আমাদের এই ক্যাম্পাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত ক্যাম্পাস। আমরা কোনোভাবেই তা কলঙ্কিত করতে দেবো না। আমরা চাই অতিসত্বর শিক্ষা উপদেষ্টা আমাদের উপাধ্যক্ষ স্যারের ওএসডি প্রত্যাহার করে এখানেই পুনর্বহাল করা হোক।

/এএইচএস/ইউএস/
সম্পর্কিত
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এবার এনবিআরের তিন সদস্য ও এক কমিশনারকে অবসরে পাঠানো হলো
চট্টগ্রাম ডিআইজি অফিসের সামনে বিক্ষোভ, পটিয়ায় অবরোধকারীদের সঙ্গে কথা বলছে সেনাবাহিনী
সর্বশেষ খবর
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বোটক্স সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
বোটক্স সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
রবীন্দ্রনাথ-নজরুল জীবনঘনিষ্ঠ কবি: শিক্ষা উপদেষ্টা
রবীন্দ্রনাথ-নজরুল জীবনঘনিষ্ঠ কবি: শিক্ষা উপদেষ্টা
ব্রিটেনে সন্ত্রাসী সংগঠন হিসেবে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধের অনুমোদন
ব্রিটেনে সন্ত্রাসী সংগঠন হিসেবে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধের অনুমোদন
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’