ঈদের আগে বুয়েটে এক সপ্তাহ অনলাইনে ক্লাস

দেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ঈদের আগে এক সপ্তাহ স্নাতকোত্তর ও পিএইচডির ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩০ জুন) বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক  মো ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় আগামী ২ জুলাই থেকে স্নাতকোত্তর পর্যায়ের অনুষ্ঠিতব্য সকল ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে।

এবিষয়ে জানতে চাইলে বুয়েট ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান বলেন, স্নাতকের শিক্ষার্থীদের মিড পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় ঈদের আগে আর তাদের ক্লাস নাই। এমএসসি ও পিএইচডির ক্লাস শনিবার থেকে নতুন ব্যাচ শুরু হবে। ঈদের আগে  তাদের ক্লাস এক সপ্তাহ অনলাইনে নেওয়া হবে। ঈদের পর যথারীতি অফলাইনে ক্লাস হবে।