ঢাবির ডাকসুতে ‘বিজ্ঞান উৎসব’ অনুষ্ঠিত

‘বিজ্ঞান হোক সব অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার’ এই স্লোগানকে ধারণ করে পাঁচ জন বাঙালি বিজ্ঞানীর স্মরণে বিজ্ঞান আন্দোলন মঞ্চ ঢাকা নগর শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘বিজ্ঞান উৎসব-২০২২’।

শনিবার (২ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু ক্যাফেটেরিয়ায় সকাল ১০টায় চিত্রাংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব।

এই আয়োজনে তিনটি বিভাগে মোট পাঁচটি সেগমেন্টে প্রায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অন্যান্য সেগমেন্টে ছিল কুইজ, রচনা প্রতিযোগিতা, পোস্টার প্রেজেন্টেশন ও বিজ্ঞান প্রজেক্ট।

প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ ঢাকা নগর শাখার সমন্বয়ক অনিক কুমার দাস। সভায় আলোচনা করেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জ্বালানিনীতি গবেষক অধ্যাপক এম শামসুল আলম, বিজ্ঞান আন্দোলন মঞ্চ কেন্দ্রীয় সমন্বয়ক ইমরান হাবিব রুমন, কেন্দ্রীয় সংগঠক শোভন রহমান, ঢাকা নগরের সংগঠক ইনজামামুল হকসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ সময় বক্তারা বলেন, সমাজজীবনে আজ অস্থিরতা বাড়ছে। মানুষ ক্রমশ অসহিষ্ণু হয়ে পড়ছে। এর একটি বড় কারণ, নানা ধরণের অন্ধবিশ্বাস ও কুসংস্কার আমাদের ঘিরে ধরছে। এগুলো দূর করার জন্য বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রণয়ন ও যুক্তিবাদী মনন তৈরির সংস্কৃতি খুব জরুরি। তার জন্য দেশব্যাপী বিজ্ঞান আন্দোলন মঞ্চ কাজ করে যাচ্ছে। আমরা এমন একটা প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা বিজ্ঞান শিক্ষাকে শুধুই ব্যক্তিগত ক্যারিয়ার গড়ার সিঁড়ি হিসেবে দেখবে না বরং বিজ্ঞানভিত্তিক চিন্তা চেতনাকে নিজেদের জীবনের প্রতিটি ক্ষেত্রে লালন করবে।

আলোচনা শেষে পাঁচটি সেগমেন্টে তিনটি বিভাগে মোট ৪৫ জন বিজয়ীকে পুরস্কার, ক্রেস্ট ও সব প্রতিযোগীকে সনদপত্র দেওয়া হয়।