দ্বিতীয় দিনেও অবরুদ্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বিতীয় দিনেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অবরোধ চলছে। মঙ্গলবার (২ আগস্ট) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে অবরোধ শুরু করেন কমিটির পদবঞ্চিতরা।

সরেজমিন দেখা যায়, জিরো পয়েন্টে সকাল থেকেই অবস্থান নিয়েছেন আন্দোলনকারী ছাত্রলীগ কর্মীরা। এদিনও কোনও শিক্ষক বাস চলাচল করতে পারেনি। রবিবার শাটল ট্রেনের দুই লোকোমাস্টার ও এক গার্ড অপহরণ এবং পরে তাদের মুক্তির পরও স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল।

আন্দোলনকারী এক শিক্ষার্থী মো. বেলাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কমিটিতে ইয়াবা ব্যবসায়ী, জামায়াত-শিবির সংশ্লিষ্টরা পদ পেয়েছেন। কিন্তু ত্যাগীরা পাননি। আমাদের দাবি, বিতর্কিতদের বহিষ্কার করে ত্যাগীদের যেন অন্তর্ভুক্ত করা হয়। না হলে লাগাতার এই আন্দোলন চলবে।’

এর আগে রবিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে ৩৭৬ সদস্যের একটি কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই রয়েছে। কমিটি ঘোষণার পরপরই বিক্ষোভ শুরু করেন পদবঞ্চিত ছাত্রলীগ কর্মীরা।

আরও খবর: ছাত্রলীগের কমিটিকে কেন্দ্র করে অচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়