রাবির ‘বি’ ইউনিটে পরীক্ষা দিয়েছেন ৩৩ হাজার, পাস করেছেন ১৪ হাজার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের  ভর্তি পরীক্ষার ‘বি’ (ব্যবসায় অনুষদ) ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এতে পাসের হার ৪২ দশমিক ৭৩ শতাংশ। ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাবির বি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। এবার এই ইউনিটের পাসের হার ৪২ দশমিক ৭৩ শতাংশ। বি ইউনিটে ৫৬০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩৩ হাজার ৬৩৬ জন। এর মধ্যে ১৪ হাজার ৩৭২ জন পাস করেছেন।’

যেভাবে দেখবেন ফল:

প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd)-তে প্রবেশ করতে হবে। তারপর ওয়েবসাইটের Admission মেন্যুতে ক্লিক করতে হবে। অথবা সরাসরি (https://admission.ru.ac.bd/undergraduate/) লিংকে প্রবেশ করতে হবে। পরে Admission Result মেন্যুতে Unit Name অপশনে শিক্ষার্থীর ইউনিট সিলেক্ট করতে হবে। তারপর Exam Roll অপশনে রোল নম্বর দিতে হবে। পরে Submit অপশনে ক্লিক করতে হবে। 

পরবর্তীতে আরেকটি পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে শিক্ষার্থীর পরীক্ষার ফল, পজিশন, প্রাপ্ত নম্বর, সাক্ষাৎকারের তারিখ দেখতে পারবেন।