বিদ্যুৎ সাশ্রয়ে জবির মঙ্গলবারের ক্লাস অনলাইনে

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে প্রতি মঙ্গলবার অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ। এছাড়া বিভাগ ও দফতরগুলোকে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে না নামানোরও নির্দেশনা দেওয়া হয়েছে। 

বুধবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বাংলা ট্রিবিউনকে বিশ্ববিদ্যালয়ের নতুন এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। 

উপাচার্য ইমদাদুল বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য শুধুমাত্র সপ্তাহে একদিন মঙ্গলবার অনলাইনে ক্লাস নেওয়া হবে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য প্রতি বিভাগে মনিটরিং টিম গঠন করা হবে। এছাড়া এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না। যেদিন অনলাইন ক্লাস চলবে ওইদিন শ্রেণি কার্যক্রম ছাড়া অফিস, দফতর চলবে। এছাড়া নতুন অ্যাকাডেমিক ভবনের একটি লিফটও চালু থাকবে।