বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ঢাবি শিক্ষার্থী আটক

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের মানবিক বিভাগের (বি ইউনিট) পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হয়েছেন একজন। আটক হওয়া আবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শনিবার (১৩ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রে সেজান মাহফুজ নামের এক শিক্ষার্থীর প্রক্সি দিতে এলে প্রক্টরিয়াল বডির সদস্যরা সন্দেহজনকভাবে তাকে আটক করে।

প্রক্টরিয়াল বডি সূত্রে জানা গেছে, পরীক্ষা শুরুর পূর্বে সন্দেহজনক আচরণের জন্য আবিরসহ বেশ কয়েকজন পরীক্ষার্থীর তথ্য যাচাই করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অ্যাডমিট কার্ডের সঙ্গে চেহারার মিল না থাকায় তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল, ব্যাংকের কার্ড উদ্ধার করা হয়। ব্যাংক কার্ডে ২৬ লাখ টাকা পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, সন্দেহজনক আচরণের জন্য প্রক্টরিয়াল বডির সদস্যরা তাকে আটক করে। আমরা যা উদ্ধার করেছি, প্রাথমিকভাবে প্রক্সি দেওয়ার সত্যতা মিলেছে। তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।