কনকসাস ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেলেন বাংলা ট্রিবিউনের আতিক হাসান

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির (কনকসাস) ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২২’ পেয়েছেন বাংলা ট্রিবিউনের ক্যাম্পাস প্রতিনিধি আতিক হাসান শুভ। ‘ক্যাম্পাস অনুসন্ধানী সাংবাদিকতা’ ক্যাটাগরিতে বাংলা ট্রিবিউনে প্রকাশিত ‘পরিবহন ফি'র নামে কোটি টাকা উধাও’ শিরোনামে প্রতিবেদনের জন্য তিনি এই পুরস্কার পান। 

বুধবার (১৭ আগস্ট) কবি নজরুল কলেজের অডিটোরিয়ামে এ পুরস্কার তুলে দেন জাতীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য রহমান মুস্তাফিজ ও পিবিআইর অতিরিক্ত পুলিশ সুপার শামসুজ্জামান বাবু। 

এছাড়াও ক্যাম্পাস অনুসন্ধানী সাংবাদিকতা ক্যাটাগরিতে 'কাজ নেই ফি আছে' শিরোনামে দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক দেশ রূপান্তরের ক্যাম্পাস প্রতিবেদক যায়েদ হোসেন মিশু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মাঈন উদ্দিন আরিফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, নারী বিষয়ক সম্পাদক শ্রাবণী কবির এ্যামিসহ আরও অনেকে।

প্রতি বছরের মতো এবারও দিনব্যাপী সাংবাদিকতায় ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কর্মশালার আয়োজন করেছে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস)। এ দিন প্রায় শতাধিক শিক্ষার্থীকে হাতে-কলমে এ প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ভোরের কাগজের স্টাফ রিপোর্টার সাজ্জাদ হোসাইন, দৈনিক সমকালের ক্রাইম রিপোর্টার আতাউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট এএসএম সুজা উদ্দিন প্রমুখ।

এ কর্মশালায় ক্যাম্পাস সাংবাদিকতা কী, নতুনরা কীভাবে এই পেশায় চ্যালেঞ্জ গ্রহণ করবে, সংবাদ উপস্থাপনা, সংবাদ লিখন ও সংগ্রহসহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।