৩৫ মিনিট দেরি, ভর্তি পরীক্ষা দিতে পারেননি প্রীতি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গুচ্ছ পদ্ধতিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার (২০ আগস্ট)। কিন্তু ৩৫ মিনিট দেরিতে কেন্দ্রে আসায় পরীক্ষা দিতে পারেনি এক শিক্ষার্থী। শনিবার (২০ আগস্ট) কুবি গুচ্ছের উপকেন্দ্র সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই শিক্ষার্থীর নাম প্রীতি। থাকেন চট্টগ্রাম সদরে। পরীক্ষায় দেরি করে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘কুমিল্লায় আসার জন্য চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপেস ট্রেনের টিকিট কাটি। ট্রেন ছাড়ার কথা ছিল ৭টা ২০ মিনিটে। ছাড়ে ৮টা ৫০ মিনিটে। ট্রেন দেরি করে আসায় আমার আর পরীক্ষা দেওয়া হলো না।’

শিক্ষার্থীর বাবা হানিফ খান বলেন, ‘এতো কষ্ট করে চট্টগ্রাম থেকে কুমিল্লায় এলাম। তবুও মেয়েটি পরীক্ষা দিতে পারলো না।’

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রের সমন্বয়ক প্রফেসর ড. মুহম্মদ আহসান উল্লাহর সঙ্গে যোগাযোগ করলে এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।