ভর্তি পরীক্ষা দিলেন ৯২২২, ফেল ৬৯৫৮ জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৯ হাজার ২২২ জনের বিপরীতে পাস করেছেন দুই হাজার ২৬৪ জন পরীক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ২৪.৫৫ শতাংশ মাত্র।

অন্যদিকে অকৃতকার্য হয়েছেন ছয় হাজার ৯৫৮ জন। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৭৫.৪৫ শতাংশ। শনিবার (২০ আগস্ট) দুপুরে এই ফলাফল প্রকাশ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ব্যবসা প্রশাসন অনুষদের ডিন ও সি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মো. হেলাল উদ্দিন নিজামী বলেন, ‘দুপুর ১২টার দিকে ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে কৃতকার্য হয়েছেন দুই হাজার ২৬৪ জন ও অকৃতকার্যের সংখ্যা ছয় হাজার ৯৫৮ জন।’

প্রসঙ্গত, এবার ‘সি’ ইউনিটের ৪৪১টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১১ হাজার ৬০ জন ভর্তিচ্ছু। তবে শুক্রবার পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ হাজার ২২২ জন। যা মোট পরীক্ষার্থীর ৮৩.৪০ শতাংশ। অনুপস্থিত ছিলেন এক হাজার ৮৩৭ জন।

এর আগে ১৬ আগস্ট অনুষ্ঠিত হয়েছে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। সেটির ফলাফল এখনও প্রকাশ হয়নি। শনিবার ‘বি’ ইউনিটের পরীক্ষা চলছে। এ ছাড়া আগামী সোমবার ‘ডি’ ইউনিট এবং বুধবার বি-১ উপ-ইউনিট ও ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর মোট আবেদন করেছিলেন এক লাখ ৪৩ হাজার ৭৩৭ ভর্তিচ্ছু।