সিকৃবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ১৯ শতাংশ অনুপস্থিত

৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত-গুচ্ছ ভর্তি পরীক্ষার অন্যতম কেন্দ্র সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এ বছর তিন হাজার ১৫৩ জন পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। এর মধ্যে শনিবার (১০ সেপ্টেম্বর) ভর্তি পরীক্ষায় দুই হাজার ৫২৫ জন উপস্থিত ছিলেন। উপস্থিতির হার প্রায় ৮১ শতাংশ। ১৯ শতাংশ অনুপস্থিত ছিলেন। শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিকে, ভর্তি পরীক্ষা উপলক্ষে সকাল থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত হন। পরীক্ষা শুরুর পর বিভিন্ন হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। তার সঙ্গে পরিদর্শনে ছিলেন রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব, সিকৃবির ডিন কাউন্সিলের আহ্বায়ক এবং কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন ও পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) অধ্যাপক ড. মো. মোস্তফা সামছুজ্জামান প্রমুখ। 

এছাড়া শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুল হক কাজল এবং ডেপুটি রেজিস্ট্রার সুমন কুমার দাস কেন্দ্রসমূহে পরিদর্শন দলের সঙ্গে যুক্ত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বলেন, ‘কৃষি প্রধান ৮টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইডেন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৮১ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। এ বছর যেসব পরীক্ষার্থীর আবেদন সঠিক ছিল তাদেরকে পরীক্ষার সুযোগ দেওয়া হয়েছে।’