আমরণ অনশনের ঘোষণা ঢাবির সেই শিক্ষার্থীর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রশাসনিক জটিলতায় সৃষ্ট নানা রকম হয়রানি বন্ধে ৮ দফা দাবিতে অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ দাবি আদায়ে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) উপাচার্যের কার্যালয়ে শিক্ষার্থীদের গণস্বাক্ষর ও অভিযোগ নিয়ে গেলে তিনি অসহযোগিতামূলক আচরণ করেছেন বলে অভিযোগ তার।

হাসনাত আব্দুল্লাহ নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, ‘ভিসি স্যারের অসহযোগিতামূলক আচরণের প্রতিবাদে ও আট দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরণ অনশন ঘোষণা করছি।’

তার ভাষ্য, ‘গতকালের গণস্বাক্ষরের কাগজ, আগে পরিচালিত জরিপ এবং সবার অভিযোগ নিয়ে আজ সকাল পৌনে বারোটায় উপাচার্যের সাথে দেখা করতে যাই। স্যার আমাদের যৌক্তিক আট দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে কোনও কথাই বলেননি। তিনি আমার সাথে অসহযোগিতামূলক আচরণ করেছেন। স্যারের কাছে জানতে চেয়েছিলাম, বাইরে দাঁড়িয়ে থাকা সাংবাদিক ও শিক্ষার্থীদের আমি কী বলবো? উনি বলেছেন— আমি নাকি মাত্রা ছাড়িয়ে যাচ্ছি।’

তিনি আরও লিখেছেন, ‘উপাচার্য বিবিসিকে বলছেন, রেজিস্ট্রার বিল্ডিংয়ের কর্মকর্তাদের খারাপ আচরণের দায়ভার ব্যক্তির নিজের, প্রতিষ্ঠানের নয়। এ আচরণের প্রতিবাদে ও আট দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমি অনশন কর্মসূচি ঘোষণা করছি।’

আরও পড়ুন: