ইবির প্রধান প্রকৌশলীর কক্ষে ভাঙচুর, ভবনে তালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সাবেক প্রধান প্রকৌশলী) আলিমুজ্জামান টুটুলের সঙ্গে এক ছাত্রীর কথোপকথনের অডিও ফাঁসের অভিযোগ উঠেছে। এ ঘটনায় টুটুলের বিচার দাবিতে প্রধান প্রকৌশলীর অফিস ভাঙচুর এবং প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এই ঘটনা ঘটে। পরে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। 

জানা গেছে, গত মঙ্গলবার ‘ইবির নিউজ’ নামে একটি ফেসবুক পেজ থেকে প্রকৌশলী টুটুলের ফোনালাপটি ফাঁস হয়। এতে এক ছাত্রীর সঙ্গে ‘আপত্তিকর’ কথোপকথনের উল্লেখ পাওয়া যায়।  

ক্যাম্পাস সূত্রে জানা যায়, এ ঘটনায় অভিযুক্ত টুটুলের বিচারের দাবিতে শিক্ষার্থীরা আজ প্রধান প্রকৌশলীর অফিসে যান। আলোচনার এক পর্যায়ে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে প্রধান প্রকৌশলীর অফিসের আলমারির কাঁচ ভাঙচুর করেন এবং অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে প্রধান প্রকৌশলীসহ আরও কয়েকজন অবরুদ্ধ হয়ে পড়েন। আন্দোলনকারীরা টুটুলের স্থায়ী বহিষ্কার চেয়ে বিক্ষোভ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বরাবর স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে তারা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান প্রকৌশলী ও বর্তমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলিমুজ্জামান টুটুলের নামে ৬ মিনিট ২১ সেকেডের আপত্তিকর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা বর্তমান ও সাবেক শিক্ষার্থী, যারা দেশ ও দেশের বাইরে অবস্থান করছেন তাদের বিব্রত করছে। সেই সঙ্গে শ্ববিদ্যালয়ের সুনাম বিনষ্ট করেছে। অভিযুক্ত টুটুলের স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

এ বিষয়ে প্রধান প্রকৌশলী মুন্সী সহিদ উদ্দীন মো. তারেক বলেন, ‘শিক্ষার্থীরা এসে টুটুলের  বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলে। আমি নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণের কথা বললেই রেগে গিয়ে আমার অফিসের আলমারির কাঁচ ভাঙচুর করে এবং অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। আমি চাই প্রশাসন আমাদের নিরাপত্তার বিষয়টা দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘প্রকৌশলী অফিসে ভাঙচুরের বিষয়টি শুনেছি। এ ঘটনায় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ফোনালাপ ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।