ঢাবি ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্র অধিকার পরিষদ নেতাকে মারধরের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নির্দেশে তার অনুসারী ছাত্র অধিকার পরিষদের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক লুৎফর রহমানকে মারধরের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ডাচ বাংলা ব্যাংকের বুথের সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত অবস্থায় লুৎফরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। মারধরে তার দুটি আঙুল ভেঙে গেছে বলে জানা যায়।

তবে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট বলে দাবি করেছেন অভিযুক্ত ছাত্রলীগ নেতা।

ঘটনার বর্ণনা দিয়ে ঢাবি ছাত্র অধিকার পরিষদের সংগঠক আসিফ মাহমুদ বলেন, ‘টিএসসিতে সিলসিলা ব্যান্ডের গান করার কথা ছিল। আমরা গিয়ে দেখি ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সেখানে ঘোরাঘুরি করছে। তখন আমরা সেখান থেকে চলে আসি। লুৎফর ভাইকেও চলে আসতে বলি। ততক্ষণে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নির্দেশে ১০ থেকে ১২ জন জড়ো হয়ে লুৎফর ভাইয়ের ওপর হামলা করে। লুৎফর ভাই এখন ঢামেকের জরুরি বিভাগে আছেন। তার দুটি আঙুল ভেঙে গেছে এবং পাজরে আঘাত লেগেছে। এই হামলার প্রতিবাদে আমরা রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ মিছিল করবো।’

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত বলেন, ‘যদি এই ধরনের কোনও ঘটনা ঘটে থাকে তার নিন্দা জানাই। ছাত্রলীগ এই ধরনের কোনও ঘটনার সঙ্গে জড়িত না। ছাত্রলীগ মারধরের রাজনীতি করে না। সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট তথ্য তারা ছড়াচ্ছে মিডিয়া কাভারেজ পাওয়ার জন্য। লাইভে এসে তারা গুজব ছড়াচ্ছে। এসব সম্পূর্ণ বানোয়াট।’