ইউল্যাবের শিক্ষার্থীদের ‘নির্বাক প্রতিবাদ’

nonameসমাজের নানান স্তরে ইভ-টিজিং সহ বিভিন্ন সমস্যাগুলো দেয়ালে ছবি এঁকে প্রকাশ করছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-এর শিক্ষার্থীরা। আর এটিকেই তারা বলছেন সমাজের অসঙ্গতি নিয়ে নির্বাক প্রতিবাদ।
ইউল্যাব-এর গণমাধ্যম এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা ‘প্রিন্সিপাল অব পাবলিক রিলেশন’ বিষয় ওপরে পড়তে গিয়ে বিভিন্ন সামাজিক সমস্যার নিয়ে কাজ করে থাকে। ‘ভয়েসলেস বাংলাদেশি’ নামক প্রোজেক্টের মাধ্যমে প্রতিবার একটি নির্দিষ্ট বিষয়ের ওপর রাজপথে কাজ করেন শিক্ষার্থীরা।  
এই বিষয়টির শিক্ষক নাইমা আলম বাংলা ট্রিবিউনকে বলেন, এই উদ্যোগের মাধ্যমে পড়ালেখার পাশাপাশি সামাজিক সমস্যারগুলো চিহ্নিত করতে পারছেন শিক্ষার্থীরা এবং দেয়ালে সমস্যার চিত্র তুলে ধরে অন্যকে সচেতন করার পাশাপাশি নিজেদেরও এমন ব্যতিক্রম কাজ করতে উদ্যোগী হয়ে ওঠে।  
‘ভয়েসলেস বাংলাদেশি’ প্রোজেক্ট চালু হওয়ার আগে শিক্ষার্থীরা পোস্টারের মাধ্যমে সমস্যাগুলো তুলে ধরত। কিন্তু এবারই তারা বৃত্তের বাইরে গিয়ে রাজধানী ঢাকার বিভিন্ন অলি-গলিতে দেয়ালে ছবি আঁকার কাজ শুরু করছেন।