ইউআইটিএস এর বার্ষিক বনভোজন

ব্যাপক উৎসব ও আনন্দ মুখর পরিবেশে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসগত ১৯ ফেব্রুয়ারি ছিল ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর ইইই ও ইসিই বিভাগের বার্ষিক বনভোজন। গাজীপুর জেলার গুলবাগিচা আনন্দ বিনোদন পার্কে অনুষ্ঠিত হয় এই বনভোজন। এতে অংশগ্রহণ করেন উপ-উপাচার্য ড. চৌধুরী এম জাকারিয়া, ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক মোহাম্মদ ফরিদ উদ্দিন খান, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন এবং ইইই বিভাগীয় প্রধান ড. মো. মিজানুর রহমান, প্রোক্টর পলাশ চন্দ্র কর্মকার। বনভোজনে দুপুরের খাবারের পর ইইই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। ওই খেলায় শিক্ষকদের দল বিজয়ী হয়। সন্ধ্যায় কুপন ড্র ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীর মাধ্যমে বনভোজনের সমাপ্তি ঘটে।
/এএইচ/