ঢাকা কলেজের মূল ফটকে তালা দিয়ে ব্যানার সাঁটালো ছাত্রদল

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আবারও ঢাকা কলেজের মূল ফটকে তালা দিয়ে ব্যানার সাঁটিয়ে দিয়েছে ঢাকা কলেজ ছাত্রদল।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ভোর ৬টার পরে মোটরসাইকেলে এসে তৃতীয় দফায় দ্বিতীয় দিনের অবরোধের সমর্থনে ছাত্রদলের নেতাকর্মীরা তালা লাগিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, হঠাৎ মোটরসাইকেলে কয়েকজন এসে কলেজের মূল ফটকের বাইরে অবস্থান নেয়। পরে গেটে তালা দিয়ে ব্যানার টানিয়ে তারা চলে যায়। ব্যানারে ‘১ দফার দাবিতে অবরোধ’ লেখা ছিল। বিষয়টি নিরাপত্তারক্ষীদের নজরে এলে তারা কলেজ কর্তৃপক্ষকে জানায়। পরে কলেজ প্রশাসনের নির্দেশনায় তালাটি ভেঙে ফেলা হয়।

উল্লেখ্য, এর আগেও বিএনপি ঘোষিত সর্বাত্মক অবরোধকে সমর্থন জানিয়ে কলেজ ফটকে তালা ঝুলিয়ে দিয়েছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।