ঢাবির ভর্তি পরীক্ষা নিয়ে সভা বসছে বিকালে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্ডারগ্রেজুয়েট প্রোগ্রাম ২০২৩-২৪ সেশনের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে বিকালে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভা বসবে। সেখানে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটি আহ্বায়ক অধ্যাপক মুস্তাফিজুর রহমান। তিনি জানান, বিকালে ভর্তি কমিটির সভায় কোন ইউনিট কীভাবে, কখন পরীক্ষা নেবে আলোচনা করে তারিখ চূড়ান্ত হবে।

কবে নাগাদ ভর্তি পরীক্ষা হতে পারে জানতে চাইলে তিনি বলেন, একেক ইউনিট একেকভাবে পরীক্ষা নেয়। তারা কীভাবে পরীক্ষা নিতে চায় তার উপর নির্ভর করে তারিখ নির্ধারণ। এখন স্ব স্ব অনুষদ ও ইউনিটের সমন্বয়করা নিজেদের মধ্যে বসে আলোচনা করছে। বিকালে সভায় আলোচনার মাধ্যমে তারিখ নির্ধারণ করা হবে। আপাতত মধ্যে ফেব্রুয়ারি থেকে মধ্য মার্চ পর্যন্ত সময় ধরা হয়েছে। এর মধ্যেই পরীক্ষা সম্পন্ন হবে।