সাংবাদিকতা চর্চায় তরুণরা এগিয়ে আসছে: ইমরোজ খালিদী

nonameবর্তমান বাংলাদেশে সাংবাদিকতার চর্চা ও বিকাশে সুন্দর পরিবেশ বিদ্যমান। এ জন্য পেশা হিসেবে তরুণরা সাংবাদিকতা বেছে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।
বৃহস্পতিবার ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ আয়োজিত ‘মিট দ্যা এডিটর’ সেমিনারে তিনি এসব কথা বলেন।
এ সময় তৌফিক ইমরোজ খালিদী বলেন, সংবাদ মানুষের ধ্যান-ধারণা ও চিন্তার পরিবর্তন ঘটিয়ে মূল্যবোধ গড়ে তোলে। পরিপূর্ণ সংবাদ সমাজকে এগিয়ে নিতে সহায়তা করে উল্লেখ তিনি সংবাদ নির্বাচনের উপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, সাংবাদিকতা পেশা খুব সহজ পেশা নয়। সাংবাদিকতা করতে হলে দেশ, দেশের রাজনীতি, অর্থনীতি ও সাংবাদিকতার ইতিহাস জানতে হবে। কোনও তথ্য যাচাই-বাচাই না করেই বা তথ্য বিকৃত করে সংবাদ ছাপানো উচিত নয় বলেও জানান তিনি।
ইউল্যাবর উপাচার্য অধ্যাপক ইমরান রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু বই পড়া নয়, হাতে কলমে সাংবাদিকতা চর্চা মানুষের জ্ঞানের পরিধি বাড়ায়।
এ সময় ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান জুড উইলিয়াম হেনিলো উপস্থিত ছিলেন।
এসি- এমএমটি/এসএনএইচ