বিইউবিটির মিডটার্ম পরীক্ষা শুরু ৮ মার্চ

nonameবাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) আগামী সেপ্টেম্বর সেশনের সেমিস্টার মিডটার্ম পরীক্ষা আগামী ৮ মার্চ থেকে শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের নিম্নোক্ত নির্দেশাবলী মেনে চলার নির্দেশনা দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১. পরীক্ষার হলে ছাত্র-ছাত্রীরা শুধুমাত্র রেজিস্ট্রেশন কার্ড এবং আইডিকার্ড নিতে পারবে। রেজিস্ট্রেশন কার্ডটি পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য করা হবে। পরীক্ষার হলে তারা কোনও প্রকাশ লিখিত বা প্রিন্ট দেওয়া কাগজ সাথে রাখতে পারবেন না।
২. শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে হল রুমে প্রবেশ করে নিজ নিজ আসন গ্রহণ করতে হবে।
৩.   কেউ মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না
৪. পরীক্ষার হলে কোনও শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করে ধরা পরলে সঙ্গে সঙ্গে হল বা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে এবং ওই সেমিস্টারে তার সকল কোর্স বাতিল করা হবে।  

৫. পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে কাউকে হল ত্যাগ করে ওয়াশ রুমে যাওয়ার অনুমতি দেওয়া হবে না এবং এক ঘণ্টা পর অনুমতি দিলেও শিক্ষার্থীদের ৫ মিনিটের মধ্যে নিজ আসনে ফিরে আসতে হবে।

৬. পরীক্ষা শেষে শিক্ষকদের উত্তরপত্র সংগ্রহ করা শেষ না হওয়া পর্যন্ত কোনও পরীক্ষার্থী হল কক্ষ ত্যাগ করতে পারবেন না।

এসি-এইচপি